The Daily Adin Logo
সারাদেশ
পিরোজপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

পিরোজপুরে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বিএনপি কমিটির দাবিতে বিক্ষোভ

পিরোজপুরে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বিএনপি কমিটির দাবিতে বিক্ষোভ

পিরোজপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও দালালমুক্ত সংগঠন গঠন এবং দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতীদল, মৎস্যজীবীদল, শ্রমিকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের নতুন পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদের সামনে পথসভার মাধ্যমে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন জেলা তাঁতীদলের সভাপতি আলী শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসিব জামাল, পৌর শ্রমিক দলের সভাপতি রাজ্জাক ফকির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিফ আহমেদ রাজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নওশাদ শেখ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লিটন শেখ এবং পৌর কৃষকদলের ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম তারেক।

এ সময় বক্তারা বলেন, ‘বিএনপিকে ত্যাগী নেতাকর্মীদের হাতেই নেতৃত্ব দিতে হবে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও দালালদের স্থান দিলে দল দুর্বল হয়ে পড়বে। তাই দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের সম্মান জানিয়ে নেতৃত্বে অন্তর্ভুক্ত করতে হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.