The Daily Adin Logo
সারাদেশ
চাঁদপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, খাবার মেয়াদোত্তীর্ণ পাওয়ায় জরিমানা

হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, খাবার মেয়াদোত্তীর্ণ পাওয়ায় জরিমানা

চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় দুটি হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া যাওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, ক্যাফে হীরাঝিলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মূল্য তালিকা না থাকায় হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ইউরো এশিয়া রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ বন, রুটি ও বার্গার রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানদ্বয় তাৎক্ষণিকভাবে পরিশোধ করে এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযান চলাকালে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.