The Daily Adin Logo
সারাদেশ
রাজশাহী ব্যুরো

শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

‘হাসিনার শাসন আমল দেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায় হয়ে থাকবে’

‘হাসিনার শাসন আমল দেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায় হয়ে থাকবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট হাসিনা শাসনামল বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘গত ১৫ বছরে ক্ষমতার মোহে শত শত মানুষকে হত্যা ও গুম করা হয়েছে, অগণন নির্যাতনের শিকার হয়েছেন বিরোধীদলীয় নেতাকর্মীরা। এসব ঘটনার কোনো সঠিক হিসাব নেই। নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সংবিধান ও আইন নিজের মতো করে পরিবর্তন করেছেন, বাতিল করেছেন।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর ওলামা বিভাগ আয়োজিত ‘আধুনিক ও কল্যাণরাষ্ট্রের রূপকার বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি আরও বলেন, ‘আধুনিক ও কল্যাণরাষ্ট্র গঠনের মূল শর্ত হলো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা। রসুল (স.) সেই নেতৃত্বের অনন্য প্রতীক। তাঁর মহান আদর্শই আমাদের পথনির্দেশিকা। তিনি যে রাষ্ট্রনীতি অনুসরণ করেছেন, তা-ই আমাদের জন্য আদর্শিক পাথেয়। কোনো জাতির কল্যাণ নিশ্চিত করতে হলে অবশ্যই রসুল (স.)-এর রাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে।’

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আল্লাহর রসুল (স.) ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক রাষ্ট্রব্যবস্থার রূপকার। তিনি আল্লাহর নির্দেশিত বিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেটাই আসল নীতি। আমাদেরকেও সেই নীতিই অনুসরণ করতে হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমির ডা. মাওলানা কেরামত আলী। সঞ্চালনায় ছিলেন মহানগর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন। মূল আলোচনা উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বেলাল হোসাইন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার ও তালিমুল কোরআন বিভাগের মহানগর সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.