The Daily Adin Logo
সারাদেশ
মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

মাদারীপুরে সাবেক চেয়ারম্যানের চাচাতো ভাই নিখোঁজ

মাদারীপুরে সাবেক চেয়ারম্যানের চাচাতো ভাই নিখোঁজ

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন খানের চাচাতো ভাই মারুফ খান (৬০) নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তিনি কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

নিখোঁজ মারুফ খান ডাসারের বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামের মৃত ধলাচান খানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মারুফ খানের গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি।

পরিবারের সদস্যরা জানান, কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাকে দেখে থাকেন বা খুঁজে পান, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.