The Daily Adin Logo
সারাদেশ
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম এ আদেশ জারি করেন।

রোববার বিকেল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময়ে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাজের ব্যানারে ছাত্র সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল ইউএনও বরাবর লিখিতভাবে মুক্তিযোদ্ধা সমাবেশের অনুমতি চান।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক ও কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের।

অন্যদিকে, ছাত্র সমাজের ব্যানারে সমাবেশের অনুমতি চেয়ে ৫ সেপ্টেম্বর আবেদন করেন রনি মিয়া নামের এক ব্যক্তি। তবে আবেদনে তার মোবাইল নম্বর ও পূর্ণ ঠিকানা উল্লেখ করা হয়নি।

সমাবেশটি আওয়ামী সরকারবিরোধী ছাত্র  নেতারা আয়োজন করছে বলে জানা গেছে।

ছাত্র সমাজের পক্ষ থেকে আবেদনকারী রনি মিয়া বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা চলছে। তা ঠেকাতেই আমরা শান্তিপূর্ণ ছাত্র সমাবেশের ডাক দিয়েছি। নির্ধারিত স্থানেই আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে।’

যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল বলেন, ‘আমরা আগে অনুমতি নিয়েছি। মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বানচালের জন্যই একই স্থানে সমাবেশ ডাকা হয়েছে। আমরা এরমধ্যে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছি।’

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘একই স্থানে দুটি সমাবেশ ডাকা হয়েছে। এ জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনাবাহিনীর টহল টিম থাকবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম বলেন, ‘একই সময় ও একই স্থানে দুটি সমাবেশে রক্তপাতসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এ জন্য রোববার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.