The Daily Adin Logo
সারাদেশ
শরীয়তপুর প্রতিনিধি

রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

অটোচালকের চোখ উপড়ে পুড়িয়ে দিল মাদক ব্যবসায়ীরা

অটোচালকের চোখ উপড়ে পুড়িয়ে দিল মাদক ব্যবসায়ীরা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক অটোরিকশাচালকের চোখ উপড়ে তা আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। পাশাপাশি ভুক্তভোগীর হাত-পায়ের রগ কেটে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের রুপবাবুরহাটে শনিবার সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ পারভেজ।

ভুক্তভোগী অটোরিকশাচালকের নাম রমজান মিয়া (৩৮)। এরইমধ্যে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রমজান শনিবার সকালে অটোরিকশা নিয়ে জাজিরা থেকে নাওডোবায় যাচ্ছিলেন। পথে তাকে থামান সুমন শিকদার ও তার সহযোগীরা। এরপর তাকে নেওয়া হয় সুমনের বাড়ির পেছনে। পরে রমজানের দুই চোখ উপড়ে পুড়িয়ে ফেলার পাশাপাশি হাত-পায়ের রগও কেটে নেওয়া হয়। এর মধ্যে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সুমন ও তার সহযোগীরা পালিয়ে যায়। তবে শাহজান সম্রাট নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এরপর সুমনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে পুলিশ।

ভুক্তভোগী রমজান মিয়া বলেন, ‘আমি অটোরিকশা নিয়ে যাওয়ার সময় সুমন ও তার সহযোগীরা আমাকে থামায়। পরে তারা আমাকে নিয়ে চোখ উপড়ে ফেলে এবং হাত-পায়ের রগ কেটে দেয়।’

রমজান অভিযোগ করেন, সুমনের বাড়ির পেছনে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসে। পুলিশ মাঝেমধ্যে রাতে আমার অটোরিকশায় করে টহল দিতো। এ জন্য ক্ষুব্ধ হয়ে আমার ওপর এই হামলা চালানো হয়।’

ওসি আহম্মেদ পারভেজ সেলিম বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সুমন নামে একজনের বাড়িতে স্থানীয়রা আগুন দিয়েছে বলে জানতে পেরেছি।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.