যশোরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর-শাশুড়ি ও শ্যালককে ছুরিকাঘাতে জখমের অভিযোগ উঠেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার উপশহর ইউনিয়নের বিরামপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-কৃষ্ণবাটি গ্রামের মোহাম্মদ আলী (৪৮) তার স্ত্রী শাহনাজ বেগম (৪০) ও ছেলে রনি হোসেন (২২)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শাহনাজ জানান, বিরামপুরের ইসহাক আলীর ছেলে ইব্রাহিমের সাথে তার মেয়ে তাসমিয়া আক্তার মিমের বিয়ে হয়। কারণে অকারণে ইব্রাহিম মিমকে নির্যাতন করে। শনিবার বিকেলেও তাকে মারধর করে। এ সময় মিম ফোন করে বলে 'আমাকে নিয়ে যাও তা না হলে আমি বিষ খাবো'। পরে তারা মিমকে আনতে বিরামপুরে শ্বশুর বাড়িতে যান। এ সময় তর্কবিতর্কের জের ধরে জামাই ইব্রাহিম তাদের (মোহাম্মদ আলী, শাহনাজ ও রনি) এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাসিবুর রহমান জানান, আহত তিনজনকে ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়। তাদের অবস্থা গুরুতর।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, ছুরিকাঘাতের খবর শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। ঘটনার পর ইব্রাহিম ও তার ভাই পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







