The Daily Adin Logo
সারাদেশ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ভারত থেকে আসা কাঁচা মরিচের ট্রাকে মিলল পিস্তল-গুলি, আটক ২

ভারত থেকে আসা কাঁচা মরিচের ট্রাকে মিলল পিস্তল-গুলি, আটক ২

বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচবাহী একটি ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩টি এয়ার গুলিসহ ট্রাকের চালক-হেলপারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বেনাপোল আইসিপি কার্গো ইয়ার্ড টার্মিনালের আমদানি-রপ্তানি মেইন গেট থেকে তাদের আটক করা হয়।

আটক ভারতীয় নাগরিকরা হলেন ট্রাক চালক গুরজীত সালুজা (৩১), পিতা জাসপাল সালুজা এবং হেলপার রাম দাস নাওয়াদি (২৪), পিতা মালকিয়া নাওয়াদি। তারা দুজনই ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন-৪৯ বিজিবির হাবিলদার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় ট্রাক (রেজি. নম্বর: CG-04PU-5288) তল্লাশি করে। এ সময় ট্রাকের ভেতর থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩টি এয়ার গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা প্রথমবারের মতো বাংলাদেশে কাঁচা মরিচবাহী ট্রাক নিয়ে এসেছেন। নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তলটি কিনেছেন তারা।

জানা যায়, আটক ট্রাকের কাঁচা মরিচের আমদানিকারক প্রতিষ্ঠান হচ্ছে ‘শিমু এন্টারপ্রাইজ’, ঢাকা। এর সিঅ্যান্ডএফ এজেন্ট ‘ওমর অ্যান্ড সন্স’। আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন, একটি ভারতীয় পণ্যবাহী ট্রাকের চালক পিস্তল বহন করে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি করে একটি এয়ার পিস্তল ও কিছু গুলি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.