The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে হাসপাতালে হামলা-ভাঙচুর, ক্লিনিক মালিকদের প্রতিবাদ

লক্ষ্মীপুরে হাসপাতালে হামলা-ভাঙচুর, ক্লিনিক মালিকদের প্রতিবাদ

লক্ষ্মীপুরে একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর স্বজনদের হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ নিয়ে সন্ত্রাসী কায়দায় মিলেনিয়াম হাসপাতালে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধর করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাসপাতালে সেবা দিতে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত হেনস্তার শিকার হচ্ছেন। এ ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এতে বক্তব্য রাখেন জেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি কবি রাজু হাসান, সহসভাপতি নুরুল হুদা প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে হামলার প্রতিবাদে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) শহরের মিলেনিয়াম হাসপাতালে পিত্তথলির পাথরের অপারেশনের সময় সমসেরাবাদ এলাকার রৌশন আরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, অপারেশনের সময়ই তার মৃত্যু হলেও তা গোপন রেখে তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে স্বজনরা হাসপাতালের বিরুদ্ধে বিক্ষোভ ও হামলা চালান। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.