The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

জুলাইয়ে সাগর হত্যা, জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

জুলাইয়ে সাগর হত্যা, জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

জুলাই আন্দোলনে শহীদ রেদোয়ান হোসেন সাগর (২৪) হত্যা মামলায় ময়মনসিংহে জাতীয় পার্টির মহানগর সভাপতি জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ওসি (দক্ষিণ) মুহিদুল ইসলাম জানান, গত বছরের ১৯ জুলাই নগরীর মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের একটি বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা চালালে রেদোয়ান হোসেন ওরফে সাগর (২৪) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করে। পরে ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বাদী হয়ে সাগর হত্যার ঘটনায় আদালতে পৃথক আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে জাতীয় পার্টির মহানগর সভাপতি জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিহত সাগর নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। গত ২৪ জুলাই কোতোয়ালী মডেল থানায় দায়ের হওয়া মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.