The Daily Adin Logo
সারাদেশ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

গভীর সমুদ্র থেকে ১১ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

গভীর সমুদ্র থেকে ১১ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

গভীর সমুদ্রে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়া ফিশিং বোট এফবি ইভার ১১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩০ আগস্ট মাতারবাড়ি এলাকা হতে ‘এফবি ইভা’ নামক ফিশিং বোট ১১ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। অতঃপর গত ৬ সেপ্টেম্বর রাতে বোটটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে ১১ ঘণ্টা ধরে সমুদ্রে ভাসতে থাকে। ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর ৭ সেপ্টেম্বর রাত ১টা ২৫ মিনিটে ওই বোটের একজন জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নাম্বার ১৬১১১ এ কল করে সাহায্যের জন্য আবেদন করলে বিষয়টি কোস্টগার্ড অবগত হয়। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সেপ্টেম্বর সকাল ৯টায় কোস্টগার্ড জাহাজ কুতুবদিয়া কর্তৃক ওই এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে ১১ জন জেলেসহ বিকল হওয়া বোটটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

পরবর্তীতে, উদ্ধারকৃত ১১ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, আর্ত মানবতার সেবায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.