The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

দশমিনায় মাছের পোনা অবমুক্তকরণ

দশমিনায় মাছের পোনা অবমুক্তকরণ

২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় পটুয়াখালীর দশমিনায় বর্ষাকালীন প্লাবিত জমি, ধানক্ষেত, খাস খাল, প্লাবনভূমি এবং প্রাতিষ্ঠানিক পুকুরে ৩০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে আনুষ্ঠানিকভাবে এ পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান, মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আসাদুজ্জামান, উপ-প্রকল্প পরিচালক (বরিশাল) এস. এম. আজাহারুল ইসলাম, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুবুল আলম তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা।

এ কর্মসূচির মাধ্যমে উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জেলেদের জীবিকা উন্নয়নের আশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.