The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

আখাউড়া রেলওয়ে স্টেশনের সিগন্যাল কেবিনে এসি বিস্ফোরণ

আখাউড়া রেলওয়ে স্টেশনের সিগন্যাল কেবিনে এসি বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনসংলগ্ন সিগন্যাল কেবিনে এয়ারকন্ডিশনার (এসি) বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে কক্ষের বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায় এবং সিগন্যাল ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই নিচতলায় স্থাপিত একটি এসি যন্ত্র বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তাপে সিগন্যালিং যন্ত্রের ক্ষতি হয় এবং অফিসকক্ষের জানালার কাচ ভেঙে পড়ে। পরে রেলকর্মী ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের কারণে সিগন্যাল ব্যবস্থা সাময়িকভাবে বিকল হয়ে পড়ে। ফলে ট্রেন চলাচলে ম্যানুয়াল পদ্ধতির সহায়তা নিতে হয় এবং লুপ লাইন ব্যবহার করে ট্রেন চালানো হয়। প্রায় এক ঘণ্টা পর সিগন্যাল ব্যবস্থা পুনরায় সচল করা সম্ভব হয়।

একটি সূত্র জানিয়েছে, স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত সিগন্যাল কেবিনে অগ্নিনির্বাপক যন্ত্র থাকার কথা থাকলেও সেখানে কোনো অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। ফলে ক্ষয়ক্ষতি ও আতঙ্ক আরও বেড়ে যায়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কেবিন মাস্টার মো. আরিফুল ইসলাম জানান, এসি বিস্ফোরণের ফলে সিগন্যালিং ব্যবস্থায় আংশিক ক্ষতি হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল সচল রাখে এবং পরবর্তীতে সিস্টেম স্বাভাবিক করা হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.