The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে অনুমোদনহীন ফিলিং স্টেশন বন্ধ, জরিমানা

গাজীপুরে অনুমোদনহীন ফিলিং স্টেশন বন্ধ, জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরে অনুমোদনহীনভাবে পরিচালিত একটি ফিলিং স্টেশনে ডিজেল ও অকটেন কম দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্টেশনটি বন্ধ ঘোষণা করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভান্নারা এলাকায় মোস্তাকিন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন কালিয়াকৈরের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীল আফরোজ।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গাজীপুরের সহকারী পরিচালক কাউসার আলী জানান, স্টেশনটি ডিজেলে প্রতি ৫ লিটারে ৭০ মিলিলিটার এবং অকটেনে প্রতি ৫ লিটারে ৪০ মিলিলিটার করে কম সরবরাহ করছিল।

ওজনে কম দেওয়ায় এবং বিএসটিআই-এর কোনো অনুমোদন না থাকায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীল আফরোজ জানান, প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.