The Daily Adin Logo
সারাদেশ
খাগড়াছড়ি প্রতিনিধি

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

রামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ

রামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ এবং দরিদ্র অভিভাবকদের আয়বর্ধক প্রকল্পের আওতায় গবাদিপশু বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) পৌরসভার দারোগাড়ায় অবস্থিত খ্রীষ্টান ধর্মীয় ব্যাপ্টিস্ট চার্চের সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সুবীর সরকার দিলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

তিনি বলেন, ‘সমাজে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ একটি মহৎ কাজ। এতে শিশুদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে।’

আগাপে (নিঃস্বার্থ ভালোবাসা) সংগঠনের উদ্যোগে কম্পাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি) এর অর্থায়নে এক থেকে পাঁচ বছর বয়সী ৬৮ জন সুবিধা বঞ্চিত শিশুকে বই, কলম, ডিজিটাল ব্ল্যাকবোর্ড, ইন্টেলিজেন্ট লার্নিং বোর্ড প্রদান করা হয়। এছাড়াও তাদের ২০ জন অভিভাবককে আয়বর্ধক প্রকল্পের আওতায় ২০টি গরু বিতরণ করা হয়েছে।

প্রকল্পের ব্যবস্থাপক কুবিন্দ্র ত্রিপুরা জানান, ‘পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় উপজেলার সুবিধাবঞ্চিত বিভিন্ন সম্প্রদায়ের শিশু ও তাদের পরিবারের আত্ম ও সামাজিক উন্নয়নে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।’

সংগঠনের সভাপতি সুবীর সরকার দিলু বলেন, ‘এ প্রকল্পের আওতায় ১ থেকে ৫ বছর বয়সী ৬৮ জন সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষা সামগ্রী এবং অভিভাবকদের ২০ জনকে আয়বর্ধক প্রকল্পের আওতায় ২০টি গরু প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের এই ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।’

বিতরণ অনুষ্ঠানে রামগড় ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি ফিলিপ হালদার, স্বেচ্ছাসেবী সংগঠনটির কর্মকর্তা, সুবিধা বঞ্চিত শিশু ও তাদের অভিভাবক এবং সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.