The Daily Adin Logo
সারাদেশ
ঠাকুরগাঁও প্রতিনিধি

মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে চুরির অপবাদে যুবককে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে চুরির অপবাদে যুবককে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শ্যালোমেশিন চুরির অপবাদ দিয়ে কার্তিক চন্দ্র (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নেকমরদ কুয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কার্তিককে উপর্যুপরি কোপ দিলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের স্বজনদের অভিযোগ, একই গ্রামের হদা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে কার্তিককে হয়রানি করে আসছিল। মঙ্গলবার রাতেও তারা শ্যালোমেশিন চুরির অপবাদে তাকে আটক করে ধারালো রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় রাণীশংকৈল থানার ওসি মহা. আরশেদুল হক বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সময় পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.