The Daily Adin Logo
সারাদেশ
সিরাজগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

সিরাজগঞ্জে শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে অভিযুক্ত শিক্ষক হাফেজ আব্দুল মোন্নাফকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ওসি আছলাম আলী।

আব্দুল মোন্নাফ (২৪) জুগ্নীদহ তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এবং উপজেলার গাড়দহ গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, রোববার ওই মাদ্রাসার আবাসিকে থাকা দুই শিক্ষার্থী হঠাৎ মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করে। তাদের অভিভাবকরা কারণ জানতে চাইলে তারা অভিযোগ করে, গভীর রাতে শিক্ষক আব্দুল মোন্নাফ তাদের নিজের রুমে ডেকে নিয়ে ‘অপকর্ম’ করেন এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন।

এই অভিযোগ জানাজানি হলে স্থানীয় গ্রামবাসী ওই দিন রাতেই মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকসহ আরও এক শিক্ষককে মারধর করে। পরে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।

এ ঘটনার পর মাদ্রাসার অন্য শিক্ষার্থীরাও একযোগে বাড়ি ফিরে গেলে মাদ্রাসাটি বর্তমানে বন্ধ রয়েছে।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে জুগ্নীদহ গ্রামের শতাধিক বাসিন্দা পাবনা-নগরবাড়ি মহাসড়কে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ওসি আছলাম আলী বলেন, ‘আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.