The Daily Adin Logo
সারাদেশ
কক্সবাজার প্রতিনিধি

মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

সেন্টমার্টিনে নৌবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা

সেন্টমার্টিনে নৌবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা

বাংলাদেশ নৌবাহিনী মানবিক সহায়তামূলক কার্যক্রমের অংশ হিসেবে সেন্টমার্টিন দ্বীপের দরিদ্র ও অসহায় বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নৌবাহিনী ফ্লিটের তত্ত্বাবধানে ‘বানৌজা সমুদ্র অভিযান’ জাহাজের অভিজ্ঞ চিকিৎসক দল ০৬ নম্বর সেন্টমার্টিন ইউনিয়নে অবস্থিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে একটি দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে।

এই ক্যাম্পেইনে সাত শতাধিক নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সি মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগ নির্ণয় ও স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

নৌবাহিনীর এই উদ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দ্বীপবাসীর চিকিৎসা সুবিধা সীমিত হলেও এ ধরনের মেডিক্যাল ক্যাম্প তাদের জন্য বড় সহায়তা।

সেন্টমার্টিন দ্বীপসহ উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.