The Daily Adin Logo
সারাদেশ
কুষ্টিয়া প্রতিনিধি

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বাড়ি থেকে ডেকে নিয়ে বাঁশবাগানে মামা-ভাগ্নেকে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে বাঁশবাগানে মামা-ভাগ্নেকে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধী গ্রুপের হামলায় মামা ও ভাগ্নে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সারফান সর্দার (৫০) এবং তার ভাগ্নে বাইজিদ সর্দার (৩৫)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিপক্ষের লোকজন সারফান সর্দারকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের বাঁশবাগানে তার পা ও গলা কেটে হত্যা করেছে। পরে বাইজিদ সর্দার ও তার সহযোগীদের ওপরও হামলা চালানো হয়। বাইজিদ সর্দারকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত সারফান সর্দারের মেয়ে মিম খাতুন বলেন, ‘রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পাশের একটি বাঁশবাগানে আমার বাবাকে পা কেটে ও গলা কেটে হত্যা করা হয়েছে।’

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, এ হত্যাকাণ্ড আধিপত্য বিস্তারের জেরে সংঘটিত হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাতেই তিন-চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.