The Daily Adin Logo
সারাদেশ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

লাকসামে ইউএনও’র বদলি প্রত্যাহারে মানববন্ধন

লাকসামে ইউএনও’র বদলি প্রত্যাহারে মানববন্ধন

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে লাকসামের সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করে তাদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে লাকসাম উপজেলা ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে লাকসাম সাংস্কৃতিক জোট, লাকসাম নারী উদ্যোক্তা সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এ ছাড়া ছাত্র-জনতা লাকসাম বাইপাস থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় সমাবেশে যোগ দেয়।

এ সময় লাকসাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, খুন্তা ফাউন্ডেশন, লাকসাম সিটি রানার গ্রুপসহ বহু সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, লাকসামের ইতিহাসে এর আগে এমন জনবান্ধব ইউএনও আসেননি। কর্মদক্ষতা ও সততার মাধ্যমে তিনি জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার বদলি ষড়যন্ত্রমূলক এবং অযৌক্তিক।

তারা দ্রুত এই বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান।

এদিকে আন্দোলনরত ছাত্র-জনতা ঘোষণা দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে আদেশ প্রত্যাহার না করা হলে সড়ক অবরোধসহ সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.