The Daily Adin Logo
সারাদেশ
বাগেরহাট প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাটে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে

বাগেরহাটে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের আজ দ্বিতীয় দিন চলছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ হরতাল আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। বাগেরহাট জেলা প্রশাসকের প্রধান কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান করছেন।

হরতালের কারণে বৃহস্পতিবার সকাল থেকেই জেলার অভ্যন্তরীন সড়কগুলোতে যানবাহন চলাচল দোকানপাটও বন্ধ রয়েছে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, সেটি জনগণের স্বার্থবিরোধী ও অযৌক্তিক। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং চারটি আসন বহালের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে।

হরতাল চলাকালে জেলার সাধারণ মানুষকে অযথা এক উপজেলা থেকে অন্য উপজেলায় রিকশা, ভ্যান কিংবা গাড়িতে যাতায়াত না করার আহ্বান জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

তাদের দাবি, আন্দোলন সফল করতে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। হরতাল চলাকালে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.