The Daily Adin Logo
সারাদেশ
ফরিদপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরে অবরোধ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ফরিদপুরে অবরোধ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করেছে। এর ফলে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি রেলপথেও ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার রেল যোগাযোগ ব্যাহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই রেল অবরোধের কারণে খুলনাগামী আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুর রেল স্টেশনে আটকে পড়ে।

স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে আন্দোলনকারীরা গাছের গুঁড়ি ফেলে রেলপথে অবরোধ সৃষ্টি করে। পরিস্থিতি বিবেচনায় জাহানাবাদ এক্সপ্রেসের রুট পরিবর্তন করে কাশিয়ানী জংশন থেকে বোয়ালমারী হয়ে কালুখালী-রাজবাড়ী অথবা যমুনা সেতু হয়ে ঢাকায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

অবরোধের কারণে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে।

ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ জানান, সকাল ৮টা ১৫ মিনিটে জাহানাবাদ এক্সপ্রেসের ভাঙ্গা পৌঁছানোর কথা থাকলেও রেলপথ অবরোধের কারণে ট্রেনটি মুকসুদপুর এলাকাতেই থেমে আছে।

কৈডুবি রেলগেটের গেটকিপার মুস্তাফিজুর রহমানও এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.