The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

চকরিয়ার গুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দ, ভোগান্তিতে এলাকাবাসী

চকরিয়ার গুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দ, ভোগান্তিতে এলাকাবাসী

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজার থেকে চিরিংগা কাঁচা বাজার রোড পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ সড়কটি বর্তমানে খানাখন্দে ভরে গেছে। গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ ছয় মাস ধরে কোনো ধরনের সংস্কার বা উন্নয়নমূলক কাজ হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী ও চলাচলকারী সাধারণ মানুষ।

এই সড়ক ঘিরেই গড়ে উঠেছে অনেক গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা। সড়কটির পাশেই রয়েছে আদালত ভবন, উপজেলা পরিষদ, ভূমি অফিস, থানা, পৌরভবন, চকরিয়া মহিলা কলেজ, কোরক বিদ্যাপীঠসহ নানা প্রতিষ্ঠান।

স্থানীয়রা জানান, অনেক স্থানে সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে এই গর্তগুলোতে পানি জমে সড়ক হয়ে উঠেছে আরও ঝুঁকিপূর্ণ।

গাড়ি চালকদের অভিযোগ, খানাখন্দের কারণে তাদের গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। অনেক সময় গাড়ি উল্টে দুর্ঘটনাও ঘটছে। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এ সড়কে।

সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা কোনোভাবেই কাম্য নয়।

এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তবে বৃষ্টির কারণে আপাতত কাজ শুরু করা যাচ্ছে না।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.