The Daily Adin Logo
সারাদেশ
বরগুনা প্রতিনিধি

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

যাত্রীবেশে ড্রাইভারের গলাকেটে অটোরিকশা ছিনতাই

যাত্রীবেশে ড্রাইভারের গলাকেটে অটোরিকশা ছিনতাই

বরগুনার বামনা উপজেলায় যাত্রীবেশে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের ঈদগাহ সড়কের পাশের ডোবা থেকে চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম মো. আজিজুল (২২)। তিনি উপজেলার তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত আজিজুলকে ডেকে নিয়ে যায়। পরে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ডোবার কচুরিপানার মধ্যে অর্ধডুবন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পাথরঘাটা-বামনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, আমাদের একাধিক টিম এবং নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের কারণ ডাকাতি নাকি পূর্ব শত্রুতা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.