The Daily Adin Logo
সারাদেশ
বগুড়া প্রতিনিধি

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বগুড়ায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি জামায়াতে শ্রমিক ফেডারেশনের জেলা শাখার সহসভাপতি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রোববার থেকে বরখাস্তের আদেশ কার্যকর হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান এই তথ্য নিশ্চিত করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রকল্প কাজ সম্পন্ন না করে অর্থ উত্তোলনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসকের সুপারিশে গঠিত তদন্ত কমিটি এসব অভিযোগের সত্যতা প্রমাণ করে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যানের কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী। তাই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এই আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১১ নভেম্বর দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভের পর থেকেই তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ উঠছিল। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ৮ জন ইউপি সদস্য তার বিরুদ্ধে ১ কোটি ৩০ লাখ টাকা লুটপাটের লিখিত অভিযোগ করেন। দীর্ঘ তদন্ত শেষে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.