The Daily Adin Logo
সারাদেশ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

রাণীশংকৈলে মানসিক ভারসাম্যহীন তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাণীশংকৈলে মানসিক ভারসাম্যহীন তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে (২১) বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার সময় পৌরসভার দক্ষিণ সন্ধারই গ্রামের বাসিন্দা আসমা খাতুনকে থানার সামনে থেকে স্থানীয় দুই ব্যক্তি শওকত আলী ওরফে তরকারি (৪৫) ও নাজিরুল ইসলাম (৩৫) একটি চার্জার ভ্যানে তুলে অপহরণ করে।

পরে খুনিয়া দীঘি স্মৃতিসৌধ সংলগ্ন বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে তারা পর্যায়ক্রমে ধর্ষণ করে। প্রায় এক ঘণ্টা নির্যাতনের পর তাকে রাস্তার পাশে ফেলে যায়।

পরদিন বিষয়টি নিয়ে ভুক্তভোগীর মামাতো ভাই রেজাউল করিম অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত শওকত আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.