The Daily Adin Logo
সারাদেশ
মতলব (চাঁদপুর) প্রতিনিধি

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

‘শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল’

‘শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল’

শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, যারা পিআর পদ্ধতি চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা এই দেশকে সিরিয়া, আফগানিস্তান বানাতে চায়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের পথসভায় তিনি এসব কথা বলেন।

বুলু বলেন, ‘বর্তমান সরকারের দেওয়া নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দেশে সেনাবাহিনী ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিগত দিনের সব নির্বাচন নিরপেক্ষ হয়েছে। আগামীতে নতুন ভোটাররা যেদিকে ঝুঁকবে, তারাই সরকার গঠন করবে বলে দাবি করেন তিনি।’

এদিন জেলা বিএনপি নেতা প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের তত্ত্বাবধানে দিনব্যাপী বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় এক হাজার অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.