The Daily Adin Logo
সারাদেশ
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

মরিচ আর পটল হাটে নেওয়া হলো না এরফানের, দুর্ঘটনায় নিভে গেল প্রাণ

মরিচ আর পটল হাটে নেওয়া হলো না এরফানের, দুর্ঘটনায় নিভে গেল প্রাণ

আকাশ ছিল মেঘলা। বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও প্রতিদিনের মতোই ভোরে মরিচ ও পটল তুলে সাইকেলযোগে হাটের পথে রওনা হন কৃষক এরফান আলী (৭০)। কিন্তু হাটে পৌঁছানো হলো না। পথে ভটভটির চাপায় প্রাণ হারালেন তিনি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নওগাঁর বদলগাছী উপজেলার পুরাতন ব্রিজ রোডের সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এরফান আলী আধাইপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সবজি নিয়ে বাড়ি থেকে বের হন এরফান আলী। সেনপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ভটভটি তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃদ্ধ এরফান আলীর জীবিকা ছিল কৃষিকাজ। নিজের অল্প জমিতে মরিচ, পটলসহ নানা সবজি ফলিয়ে বাজারে বিক্রি করতেন তিনি। সেসব টাকায়ই চলত তার সংসার।

প্রতিবেশীরা জানান, এরফান ছিলেন পরিশ্রমী ও সৎ মানুষ। বয়সের ভার থাকা সত্ত্বেও প্রতিদিন ভোরে জমিতে কাজ করতেন। হাটে যাওয়ার পথে এমন মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী থানায় মামলা হয়েছে। ভটভটি জব্দ করা হয়েছে। তবে চালককে এখনো আটক করা সম্ভব হয়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.