The Daily Adin Logo
সারাদেশ
সিলেট প্রতিনিধি

রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

পাথরলুট কাণ্ডে বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার

পাথরলুট কাণ্ডে বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার

সিলেটে বহুল আলোচিত পাথর লুটকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির বহিষ্কৃত নেতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখলবাজিসহ দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাহাব উদ্দিনের স্থলাভিষিক্ত হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাব উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জে সরকারি জমি দখল, সাদা পাথর লুট ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.