The Daily Adin Logo
সারাদেশ
পিরোজপুর প্রতিনিধি

রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

পিরোজপুরে বাবা হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

পিরোজপুরে বাবা হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় কে এম লতীফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হত্যা মামলায় ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাউদখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

রিয়াজ উদ্দিন উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনের ছেলে৷ 

এ ঘটনায় নিহত শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে শনিবার একটি হত্যা মামলা দায়ের করেছেন৷ 

জানা গেছে, মা মারা যাওয়ার পর থেকে ছেলে রিয়াজ উদ্দিন বেপরোয়া জীবন-যাপন শুরু করে এবং মাদকাসক্ত হয়ে পড়েন। এতে বাবা নাসির উদ্দিন নিষেধ করলে ছেলে রিয়াজ তার ওপর ক্ষিপ্ত হয়৷ 

পরবর্তীতে বাবার কাছে ভোগদখলীয় সম্পত্তি বিক্রি করে বারবার টাকা চায়। জমি বিক্রি করে টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সম্পত্তি অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে ১২ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে তাকে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়৷

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আঘাতের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট আসে। এ ঘটনায় শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

ওই মামলায় তাকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.