The Daily Adin Logo
সারাদেশ
চাঁদপুর প্রতিনিধি

রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

চাঁদপুরে দাফনের সময় নড়ে উঠল শিশু

চাঁদপুরে দাফনের সময় নড়ে উঠল শিশু

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে দাফনের সময় নবজাতকের নড়ে ওঠার ঘটনা ঘটেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনার পর কবরস্থান থেকে নবজাতককে শহরের একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। 

পৌর কবরস্থানের কবর খোঁড়ার কাজ করা শাহজাহান বলেন, ‘দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সি একজন অজ্ঞাত পুরুষ একটি কার্টনে করে শিশুটিকে দিয়ে যায়। শিশুটি মৃত জানিয়ে দ্রুত কবরস্থ করতে বলেন আমাদের। পরে কবরস্থ করার সময় নড়েচড়ে ওঠে শিশুটি।’

খবর পেয়ে সংবাদমাধ্যমের কর্মীরা নবজাতককে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এরপর দ্রুত ওই নবজাতককে এনআইসিইউতে ভর্তি করানো হয়।

হাসপাতালের এনআইসিইউর কর্তব্যরত চিকিৎসক জানান, ওই নবজাতকের আজই জন্ম হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল। হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন তারা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.