The Daily Adin Logo
সারাদেশ
ফরিদপুর প্রতিনিধি

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ: ৯০ জনের বিরুদ্ধে মামলা

ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ: ৯০ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় বর্তমান এবং সাবেক ইউপি চেয়ারম্যানসহ মোট ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া, মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. আশরাফ হোসেন। 

মামলার প্রধান আসামি করা হয়েছে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞা, যাকে শনিবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। মামলার দ্বিতীয় আসামি হলেন হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোকন মিয়া।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে আসামিরা আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে জড়ো হন। তারা ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ম. ম. সিদ্দিক মিঞার নেতৃত্বে রাস্তায় বড় গাছ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করলেও তারা মারমুখী অবস্থান নেন। পরে পুলিশের ধাওয়ায় অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

ওসি মো. আশরাফ হোসেন বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। একইসঙ্গে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.