The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ২

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ গ্রামে অটোরিকশার পার্টস ব্যবসায়ী সম্ভু সরকারের বাড়িতে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী ও তার ভাতিজি জামাতা গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে একদল সন্ত্রাসী দা, চাপাতি, লোহার রড ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সম্ভু সরকারের বাড়িতে হামলা চালায়। তারা বসতঘরের দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে।

হামলার সময় সন্ত্রাসীরা সম্ভু সরকার ও রনি সরকারকে কুপিয়ে জখম করে। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সম্ভু সরকার বাদী হয়ে একই এলাকার মনিন্দ সরকার, তপু সরকার, বাদশা মিয়া ও দিলিপ সরকারসহ চার জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.