The Daily Adin Logo
সারাদেশ
পিরোজপুর প্রতিনিধি

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

পরকীয়া জেনে যাওয়ায় শাশুড়িকে হত্যা করা পুত্রবধূর বিরুদ্ধে বিক্ষোভ

পরকীয়া জেনে যাওয়ায় শাশুড়িকে হত্যা করা পুত্রবধূর বিরুদ্ধে বিক্ষোভ

পিরোজপুরের ভান্ডারিয়ায় আসমা আক্তার (৪৫) নামের এক শাশুড়িকে কুপিয়ে হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। নিহতের পুত্রবধূ জান্নাতির বিরুদ্ধে অভিযোগ এনে পরিবার ও এলাকাবাসী দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শহরের আদালত চত্বরে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে শতাধিক মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

‎নিহত আসমা আক্তারের ছেলে শরিফুল ইসলাম বলেন, ‘আমার বড় ভাই প্রবাসে থাকেন, তার স্ত্রী জান্নাতি আক্তার আমার ফুফাতো ভাই কালাম হাওলাদারের সাথে পরকীয়ায় জড়ান। আমার মা আসমা আক্তার বিষয়টি জেনে যাওয়ায় ভাইয়ের স্ত্রী জান্নাতি ও ফুফাতো ভাই কালাম আমার মাকে কুপিয়ে হত্যা করে। আমরা জান্নাতি ও কালামের ফাঁসির দাবি জানাচ্ছি।’

এ ছাড়া মানববন্ধন থেকে‎ বক্তারা অভিযোগ করেন, হত্যাকারী কালামের পরিবার ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন, যা ভুক্তভোগী পরিবারের জন্য চরম নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, হত্যাকারীরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারা প্রশাসন ও সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.