The Daily Adin Logo
সারাদেশ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ভাঙ্গায় পরিস্থিতি শান্ত, যান চলাচল স্বাভাবিক

ভাঙ্গায় পরিস্থিতি শান্ত, যান চলাচল স্বাভাবিক

ফরিদপুরের ভাঙ্গায় দুই ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বানে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলার ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একই সাথে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে অবরোধকারীরা প্রথমে ভাঙ্গা থানায় হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় থানার পুলিশ সদস্যরা ভেতরে আটকা পড়েন। হামলাকারীরা থানায় রাখা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করে। প্রায় আধঘণ্টা তাণ্ডব চালানোর পর হামলাকারীরা পালিয়ে যায়।

একই সঙ্গে ভাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয়েও ইউএনও’র কার্যালয়সহ বিভিন্ন কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর-৪ আসনের পুনর্বিন্যাস বাতিলের দাবিতে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডাকে রোববার থেকে তিন দিনের সকাল-সন্ধ্যা মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে উপজেলা পরিষদ এলাকায়। গ্রামে মাইকিং করে দেশীয় অস্ত্রসহ অবরোধে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। বেলা ১১টার দিকে ভাঙ্গার আলগী এলাকায় আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর বেলা ১২টার দিকে অবরোধকারীরা থানার সামনে অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করে। এরপর গ্রামে ঢাল ও সড়কি নিয়ে অবরোধে অংশ নেওয়ার জন্য পুনরায় মাইকিং করা হয়।

সকাল ৯টার দিকে মহাসড়কের দুয়েকটি স্থানে আন্দোলনকারীরা বিক্ষোভ করলেও যান চলাচলে তেমন বাধা ছিল না। তবে দুপুরের আগেই পরিস্থিতির অবনতি ঘটে।

আলগী, হামিরদী ইউনিয়নসহ ভাঙ্গার অন্যান্য ইউনিয়ন থেকেও বিপুল সংখ্যক মানুষ রোড ব্লকেডে অংশ নেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপদ দূরত্বে অবস্থান নেয়।

এর আগে রেলপথ ও মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। থানার এসআই হাবিবুর রহমান জানান, মামলায় ৯০ জনের নাম উল্লেখসহ আরও ১০০-১৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সুয়াদি এলাকায় রাস্তার ওপর গাছ ফেলা, টায়ারে অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এদিকে আজ তথ্য সংগ্রহকালে স্থানীয় কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন।

রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, ‘যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।’

জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকেই পাঁচ দিন ধরে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন চালাচ্ছেন স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কমপক্ষে ২৩ জেলার যান চলাচল ব্যাহত হচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.