The Daily Adin Logo
সারাদেশ
গাজীপুর প্রতিনিধি

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

গাজীপুরে যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

গাজীপুরের কাপাসিয়ায় ধর্ষণ মামলা, মদ্যপান, দখল ও চাঁদাবাজির অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কারাদেশে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক সদস্যপদ বাতিল করে তাকে সব পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ছাড়া, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল গ্রহণ করবে না এবং তাদের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের সাংগঠনিক কোনো সম্পর্ক রাখার অনুমতি নেই।

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, ‘তার বিরুদ্ধে জমি দখল, বাস স্ট্যান্ড দখল, বিভিন্ন প্রতিষ্ঠান দখল, বিভিন্ন নেতার কর্মী ও বিভিন্ন স্থানে চাঁদাবাজি, নারী ধর্ষণ এবং মদ্যপানসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.