The Daily Adin Logo
সারাদেশ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

মনোহরগঞ্জে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ১

মনোহরগঞ্জে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ১

কুমিল্লার মনোহরগঞ্জে যাত্রীবাহী বাস, ইজিবাইক, রডবোঝাই ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, হতাহতদের বাড়ি উপজেলার খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, খিলা বাজারের দক্ষিণে একটি রডবোঝাই ট্রাক হঠাৎ ইউটার্ন নিচ্ছিল। সেখানে একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘হিমাচল’ নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাক ও ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়।

[75235

এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দেয়। ঘটনায় ইজিবাইক চালকসহ তিন যাত্রী সড়কের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই একজন মারা যান। ইজিবাইক চালক ও অপর দুই যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, দুর্ঘটনার পর ট্রাক ও ট্রাক্টর দ্রুত পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে। নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।

এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ কিংবা প্রশাসনের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ বিষয়ে বারবার চেষ্টা করেও প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.