The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ইংরেজি পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না ফরিদার

ইংরেজি পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না ফরিদার

মৌলভীবাজারের জুড়ীতে ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি ফাইনাল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ফরিদা আক্তার (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের চালবন এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি প্রাণ হারান।

ফরিদা আক্তার জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ছিলেন। তিনি বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের আব্দুল আহাদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি বিষয়ের পরীক্ষা জুড়ী নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিকেল ৫টার দিকে ফরিদা আক্তার ভাইয়ের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে চালবন এলাকায় একটি কাভার্ড ভ্যান দেখে তিনি ভাইকে মোটরসাইকেল থামাতে বলেন।

মোটরসাইকেল থামানোর সময় কাভার্ড ভ্যানটি অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি হয়। সেটিকে সাইড দিতে গিয়ে ভ্যানটির পেছনের অংশ ফরিদার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

আহত ফরিদাকে দ্রুত জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সিলেট যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

জুড়ী টিএন খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমেদ বলেন, ‘ফরিদা আমাদের কলেজের নিয়মিত এবং মেধাবী ছাত্রী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.