The Daily Adin Logo
সারাদেশ
সিরাজগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

মহাসড়কের ব্রিজের নিচে ধান চাষ, এলাকাজুড়ে কৌতূহল

মহাসড়কের ব্রিজের নিচে ধান চাষ, এলাকাজুড়ে কৌতূহল

মহাসড়কে চলতে চলতে হঠাৎ চোখে পড়বে সবুজে ঘেরা ধানের ক্ষুদ্র জমি। শুনে অবাক হওয়ার কিছু নেই। সেটি সত্যিই রোপা আমন ধান। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের নিচে জমাট বাঁধা পানিতে স্থানীয় এক কৃষক আমন ধানের চারা রোপণ করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, ব্রিজের নিচে জমে থাকা পানিতে কৃষকের লাগানো ধানের চারাগুলো এখন সবুজে পরিণত হয়েছে।

সবুজের সমারোহে সেখানে যেন সৃষ্টি হয়েছে ভিন্ন এক দৃশ্যপট। মহাসড়কে যাতায়াতকারী পথচারী ও যানবাহনের যাত্রীরা থেমে সেই দৃশ্য দেখে অবাক হচ্ছেন। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

স্থানীয়রা জানান, কৃষকের এই উদ্যোগ নিছক কৌতূহলবশত হলেও এটি মহাসড়কের ব্যস্ততার মধ্যে এক টুকরো সবুজ প্রশান্তি এনে দিয়েছে। অনেকেই মজা করে বলছেন, ‘মহাসড়কেই এখন ধানক্ষেত!’ এমন অভিনব উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

কামারখন্দ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুম রানা বলেন, ‘এটি নিছক একটি কৌতূহল প্রসূত কাজ হলেও ভিন্নধর্মী দৃশ্য তৈরি করেছে। আমাদের দেশে কৃষকরা সবসময় নতুনভাবে চাষাবাদ করার সুযোগ খুঁজে নেন। তবে মহাসড়ক বা জনবহুল স্থানে নিরাপত্তার কারণে এভাবে চাষ করা ঠিক নয়। তারপরও মানুষের মনে সবুজের প্রতি ভালোবাসা জাগাতে এই দৃশ্য নিঃসন্দেহে প্রশংসনীয়।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.