The Daily Adin Logo
সারাদেশ
খাগড়াছড়ি প্রতিনিধি

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বেতনভাতা না পেয়ে খাগড়াছড়িতে ভিডিপি সদস্যদের মানববন্ধন

বেতনভাতা না পেয়ে খাগড়াছড়িতে ভিডিপি সদস্যদের মানববন্ধন

বেতনভাতা না পাওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী) সদস্যরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ভিডিপি সদস্যরা। এতে সভাপতিত্ব করেন নূরনবী মিয়া। বক্তব্য রাখেন বেলাল হোসেন, সুমল চাকমা, সুজিত তালুকদারসহ আরও অনেকে।

বক্তারা জানান,  গত বছরের জুন মাসে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন নিরাপত্তা প্রহরী হিসেবে তাদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু ১৫ মাস ধরে চাকরিতে যুক্ত থাকার পরেও কোনো প্রকার বেতনভাতা প্রদান করা হয়নি। বরং ছলতি বছরের জুন মাসে কোনো ধরনের বেতন না দিয়েই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। বেতনের বিষয়ে জিজ্ঞাসা করলে কর্মকর্তারা নানা অজুহাতে এড়িয়ে যান এবং হয়রানি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা সরকারের কাছে আমাদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের জোর দাবি জানাচ্ছি। অনেক সহকর্মী ঋণ করে সংসার চালিয়েছেন, এখন ঋণের টাকা পরিশোধ করতে না পেরে চরম কষ্টে আছেন।’

তারা আরও জানান, দিনাজপুর জেলার এক ভিডিপি সদস্য ঋণের চাপে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় তাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

প্রসঙ্গত, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন সারা দেশে আনসার ও ভিডিপির মোট ৯২২ জন সদস্যকে নিয়োগ দেওয়া হয়। তারই অংশ হিসেবে খাগড়াছড়ি জেলায় ১৬ জন ভিডিপি সদস্য নিয়োগ পান।

ভুক্তভোগী সদস্যরা তাদের বকেয়া বেতন পরিশোধ এবং ভবিষ্যতের চাকরির নিশ্চয়তা নিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.