The Daily Adin Logo
সারাদেশ
সিরাজগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

তারেক রহমানের ছবি টাঙিয়ে প্রশংসায় দোকানি

তারেক রহমানের ছবি টাঙিয়ে প্রশংসায় দোকানি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নে একটি দোকানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি টাঙানোর ঘটনা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। দোকানের ভেতরে দেওয়ালে ফ্রেমে বাঁধানো ছবি দেখে ক্রেতা ও এলাকাবাসীর মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের ব্যস্ততম বাজার এলাকার ওই দোকানে প্রবেশ করলেই নজরে পড়ে ফ্রেমে বাঁধানো তারেক রহমানের ছবি। অনেক ক্রেতা এ দৃশ্য দেখে বিস্মিত হলেও কেউ কেউ প্রকাশ করেন প্রশংসা ও সমর্থন।

দোকানদার জানান, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তাই তাদের ছবি আমার দোকানে টাঙানো- এটি আমার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা।’

ছবিটি ঘিরে স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে দেখা গেছে ইতিবাচক প্রতিক্রিয়া। তাদের মতে, রাজনৈতিক প্রতিকূল পরিবেশেও তৃণমূল পর্যায়ের মানুষ তারেক রহমানের প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করে চলেছে।

জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-কায়েস বলেন, ‘ছবিটি টাঙানো হয়তো কারো কাছে ছোট ঘটনা মনে হতে পারে, কিন্তু এটি স্পষ্টভাবে মাঠপর্যায়ের রাজনৈতিক বাস্তবতা ও মানুষের আবেগকে তুলে ধরে। নেতৃত্ব দেশে না থাকলেও তৃণমূলের আস্থা অটুট রয়েছে।’

স্থানীয়দের অনেকেই মনে করছেন, এটি শুধুমাত্র একজন নেতার ছবি টাঙানো নয়, বরং একটি রাজনৈতিক বিশ্বাস ও আদর্শের প্রতি দীর্ঘদিনের সমর্থনের প্রতিফলন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.