The Daily Adin Logo
সারাদেশ
দিনাজপুর প্রতিনিধি

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু

ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সাপের কামড়ে পৃথক ঘটনায় তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে এই প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার শিবনগর ও কাজিহাল ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কনিকা রানী, কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বুলবুলি বেগম (৩৫), এবং পুকুরি সিংপাড়া গ্রামের বিনা রানী (৪৫)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে, কনিকা রানী ঘরের খড়ির মধ্যে থেকে বেরিয়ে আসা সাপের কামড়ে আহত হন। তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই তিনি মারা যান।

একইদিন সকালে, বুলবুলি বেগম মাটির চুলা পরিষ্কার করার সময় সাপে কামড়ায়। তাকেও আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর পাঠানো হয়, তবে তিনিও রাস্তায় মারা যান।

এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে পুকুরি সিংপাড়ায় বিনা রানী নিজের ঘরে একটি গর্ত দেখতে পান এবং পা দিয়ে বন্ধ করতে গেলে সাপে কামড় দেয়। কিছুক্ষণের মধ্যেই তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুরে আলম জানান, ‘হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন থাকলেও রোগীদের অবস্থা গুরুতর ছিল। একজনের ক্ষেত্রে সাপে কাটার উপসর্গও (সিমটম) স্পষ্ট পাওয়া যায়নি। সবাইকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দিনাজপুর পাঠানো হয়েছিল।’

স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায় এবং গ্রামীণ এলাকায় সচেতনতার অভাবই প্রাণহানির অন্যতম কারণ।

বিশেষজ্ঞদের পরামর্শ, সাপে কাটা রোগীদের দ্রুত প্রাথমিক চিকিৎসা এবং অ্যান্টিভেনম প্রয়োগ নিশ্চিত করা না গেলে প্রাণঘাতী পরিণতি হতে পারে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.