The Daily Adin Logo
সারাদেশ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সাথি ফসল চাষে লাভবান সুরুজ আলী

সাথি ফসল চাষে লাভবান সুরুজ আলী

মিশ্র চাষে বাড়তি আয়ের পথ খোঁজে পেয়েছেন কৃষকরা। মৌসুমি মিশ্র আবাদ হিসেবে বিভিন্ন শাক-সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। সামান্য জমিতে মিশ্র আবাদে বাড়তি আয় করছেন কৃষকরা।

ময়মনসিংহের নান্দাইলে বেগুন চাষের সাথে মিশ্র ফসল লাল শাক চাষ করে লাভবান হয়েছেন কৃষক সুরুজ আলী। ইতোমধ্যে তিনি ১০ হাজার টাকার লাল শাক বিক্রি করেছেন। ১৫ শতক জমিতে বেগুন চাষ করেছেন তিনি। পাশাপাশি ১০ শতক জমিতে চাষ করেছেন কলমি শাক, মুলা শাক ও পাট শাক।

উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী গ্রামে কৃষক সুরুজ আলীর ফসলের মাঠে গিয়ে দেখা যায় ১৫ শতক বেগুন খেতে লাল শাক চাষ করেছেন তিনি। খেত থেকে লাল শাক তুলছেন কৃষক সুরুজ আলী বাজারে বিক্রির জন্য।

পাশের ১০ শতক জমিতে তিনি চাষ করেছেন কলমি শাক, মুলা শাক ও পাট শাক। কিছুদিনের মধ্যেই সুরুজ আলী শাক বিক্রি শুরু করবেন।

কলমি শাক, মুলা শাক ও পাট শাক বিক্রি করে আরও ২০ হাজার টাকার শাক বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

কৃষক সুরুজ আলী বলেন, বেগুন খেতে মিশ্র ও সাথি ফসল হিসাবে লাল শাক চাষ করছি। বাজারে বিভিন্ন সবজির চাহিদা বেশি থাকে। একই জমিতে একাধিক ফসল আবাদ করে অপেক্ষাকৃত বেশি লাভবান হয়েছি। কম খরচে বেশি আয় হয় মিশ্র ফসল চাষ।

নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, মিশ্র ফসল আবাদে অল্প পরিশ্রম, একই সার ও সেচে কয়েকটি ফসল পাওয়া যায়। ফলে কৃষকরা লাভবান হচ্ছেন। নান্দাইলে চরাঞ্চলের কৃষকরা মিশ্র ও সাথি ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.