The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

যশোর-২ আসনে বিএনপি নেত্রী মুন্নির জনপ্রিয়তা বাড়ছে

যশোর-২ আসনে বিএনপি নেত্রী মুন্নির জনপ্রিয়তা বাড়ছে

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী সাবিরা নাজমুল মুন্নি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। বিভিন্ন শ্রেণি-পেশার জনগণের মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

সাবিরা নাজমুল মুন্নি আগে ঝিকরগাছা উপজেলা পরিষদের সফল ও জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্যাগী নেত্রী হিসেবে বিএনপিতে তার অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য। দলের জন্য তিনি একাধিকবার কারাবরণ করেছেন, হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। 

এ ছাড়া আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং দলের নেতাকর্মীদের বিপদে সবসময় পাশে থেকেছেন।

শুধু রাজনৈতিক সংগ্রামেই সীমাবদ্ধ নন, বরং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা স্পষ্ট। তাই তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ তাকে আশা ও পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ভিন্ন কৌশলে এগোচ্ছে। তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনের মধ্যে অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে দলটি। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী, যশোর-২ আসনে সাবিরা নাজমুল মুন্নিই হবেন বিএনপির চূড়ান্ত প্রার্থী।

এলাকাজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু: ‘যশোর-২ আসনে পরিবর্তনের স্লোগান, আর সেই পরিবর্তনের মুখ সাবিরা নাজমুল মুন্নি।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.