The Daily Adin Logo
সারাদেশ
পিরোজপুর প্রতিনিধি

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

পিরোজপুরে ৩ মাস পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

পিরোজপুরে ৩ মাস পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের তিন মাস পর উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অভিযুক্ত অপহরণকারী যুবককে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) গ্রেপ্তার আসামিকে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১ ও বিমানবন্দর থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী আবু মুসা শিকদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু মুসা শিকদার (২৩) বরগুনার তালতলী উপজেলার বগীরহাট এলাকার বাসিন্দা মো. জালাল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, প্রায় এক বছর আগে টিকটকের মাধ্যমে ওই স্কুলছাত্রীর সঙ্গে আবু মুসার পরিচয় হয়। এরপর মুসা কাউখালীতে এসে স্কুলে যাওয়ার পথে একাধিকবার ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন এবং বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে তারা মুসাকে সতর্ক কররেন ও প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এরপর গত ২ জুন কাউখালী শহরের বেইলি সেতুর কাছ থেকে স্কুলে যাওয়ার পথে মুসা ও তার সহযোগীরা ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান।

এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে কাউখালী থানায় অপহরণের মামলা করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে র‌্যাব-১-এর সহায়তায় আবু মুসা শিকদারকে গ্রেপ্তার করে এবং তার বাসা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, ‘ঘটনার পর থেকেই আমরা অনুসন্ধান চালাচ্ছিলাম। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.