সঠিক বিচার নিশ্চিত করতে আইন সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গ্র্যান্ড সিলেট হোটেলে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫-এর আওতায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার যে আইন ও বিচার সংক্রান্ত পরিবর্তন এনেছে, তা ভবিষ্যতে অব্যাহত থাকলে সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। অনেক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যার সুফল ভবিষ্যতে মিলবে।
আসিফ নজরুল বলেন, এই ব্যবস্থায় অনেক বিরোধ মামলা ছাড়াই দ্রুত ও কম খরচে নিষ্পত্তি হবে। এখন থেকে মামলা করার আগে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার আশ্রয় নিতে হবে। প্রয়োজনে পরে আদালতের দ্বারস্থ হওয়া যাবে।
নিজের দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, ‘আমি কোনো ফুটবল খেলোয়াড় বা মঞ্চ অভিনেতা নই যে আমার কাজ চোখে দেখা যাবে। আমি কাজ করেছি, যার মূল্যায়ন ইতিহাসে থাকবে।’
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইনগত সহায়তা সম্প্রসারণ ও কার্যকর করতে ইতোমধ্যে ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ জারি করা হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়িভাড়া, অগ্রক্রয়, সম্পত্তি বণ্টন ও যৌতুকসংক্রান্ত বিষয়গুলো মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতার আওতায় আনা হয়েছে।
প্রথম ধাপে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে দেশের ১২টি জেলায় এই ব্যবস্থা কার্যকর হবে। এর অংশ হিসেবে সিলেটে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
-20250917222854.jpeg&w=3840&q=75)
সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







