The Daily Adin Logo
সারাদেশ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোর-খুলনা মহাসড়কের মুড়ুলির মোড় এলাকা থেকে কোটি টাকার স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক (২৬)। তিনি ঢাকার শ্যামপুর থানার গেন্ডারিয়া ডিআইটি প্লট এলাকার সাইজদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত আবু বকর সিদ্দিকের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫টি স্বর্ণবার (মোট ওজন ৬৯৭ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ১১ লাখ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ‘গত তিন মাস ধরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.