The Daily Adin Logo
সারাদেশ
চট্টগ্রাম ব্যুরো

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে দুই রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে দুই রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় অবস্থিত দুটি রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, হান্ডি রেস্টুরেন্টে কয়েকদিন আগে রান্না করা বাসি মাছ-মাংস, আগের ভাত মেশানো খাসির মাংস এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অভিযোগে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ধাবা রেস্টুরেন্টে খাবারে ক্ষতিকর সুগন্ধি আতর ব্যবহার করার কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ জানিয়েছেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনমতো তদারকির আওতায় রাখার জন্য অভিযান অব্যাহত থাকবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.