The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঢলের পানিতে লাকড়ি সংগ্রহে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

ঢলের পানিতে লাকড়ি সংগ্রহে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে হুমায়ুন (১০) নামে এক শিশু।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ হুমায়ুন বুরুঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ভারি বর্ষণ ও উজান থেকে তীব্র স্রোতে বৃহস্পতিবার চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢল নামে। ঢলের সাথে পাহাড় থেকে ভেসে আসা লাকড়ি ধরতে বিকেলে বুরুঙ্গা ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে নদীতে নামে হুমায়ুন ও সমবয়সি চাচাতো ভাই আতিক হাসান।

এ সময় স্রোতের টানে ডুবে নিখোঁজ হয় হুমায়ুন। পরে খবর পেয়ে জামালপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধারের চেষ্টা করে, তবে ব্যর্থ হয়ে উদ্ধার কার্যক্রম স্থগিত করে ফিরে যায়।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আজহারুল ইসলাম জানান, তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ায় নিখোঁজ হুমায়ুনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.