The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

টেকনাফে পাহাড় থেকে অপহৃত নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

টেকনাফে পাহাড় থেকে অপহৃত নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের চূড়ায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মানবপাচারকারী ও অপহরণকারী চক্রের বেশ কয়েকটি আস্তানা শনাক্ত করা হয়।

নৌবাহিনীর মিডিয়া উইং থেকে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া ৬৬ জনের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ ও ২১ জন শিশু রয়েছে। তাদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও বাংলাদেশি নাগরিক রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দীর্ঘদিন ধরে এসব চক্র পাহাড়ি এলাকায় আস্তানা গেড়ে সাধারণ মানুষকে অস্ত্রের মুখে অপহরণ করছিল। তারা মুক্তিপণ আদায় এবং বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানবপাচারের সঙ্গে জড়িত ছিল।

উদ্ধার অভিযানের সময় পাহাড়ি এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া সকলকে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নৌবাহিনী ও কোস্টগার্ড জানিয়েছে, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধ দমনে যৌথ অভিযান অব্যাহত থাকবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.